Top
সর্বশেষ

গাজীপুর পৃথক দুর্ঘটনায় ২ ব্যবসায়ী নিহত

১০ জুলাই, ২০২৪ ২:০২ অপরাহ্ণ
গাজীপুর পৃথক দুর্ঘটনায় ২ ব্যবসায়ী নিহত
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এবং মোটরসাইকেল দুর্ঘটনায় পৃথক স্থানে দুই ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার (০৯ জুলাই) রাত সাড়ে ৮টায় টঙ্গীর হায়দারাবাদ ব্রীজে রেললাইনে এবং রাত সাড়ে ১১ টায় কাশিমপুরের জরুন গিয়াস উদ্দিন মোল্লার বাড়ির সামনে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা দুর্ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সাইদুল ইসলাম (২৭) পটুয়াখালীর বাউফল উপজেলার আমিরাবাদ গ্রামের বারেক হাওলাদারের ছেলে। সে গাজীপুরের ভোগড়া এলাকায় শামসুদ্দিন সরকার মার্কেটে ব্যবসা করতেন। নিহত নুর মোহাম্মদ (৩০) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার শৈলচাঁপড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। সে দক্ষিণ কাশিমপুর এলাকায় সুলতান পালোয়ানের বাসায় ভাড়া থেকে ডিস ব্যবসা করতেন।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা জানান, ঢাকা-ময়মনসিংহ রেল পথের টঙ্গীর ধীরাশ্রম (বনমালা হায়দারাবাদ) ব্রিজ এলাকায় রেললাইনের মাঝামাঝি দিয়ে হাঁটছিলেন সাইদুল ইসলাম। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ব্র²পুত্র এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কাশিমপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুজ্জামান জানন, মহানগরীর কাশিমপুর জরুন এলাকার কানাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়কের গিয়াস উদ্দিন মোল্লার বাড়ির সামনে কভার্ডভ্যানের সাথে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এসময় কভার্ডভ্যানের ধাক্কায় সড়কে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তিনি দক্ষিণ কাশিমপুর এলাকায় ডিস ব্যবসা করতেন। দুর্ঘটনার পর চালক ও কভার্ডভ্যান আটক করেছে পুলিশ।

এসকে

শেয়ার