গাজীপুরের শ্রীপুরে প্রবাসী মিজানুর রহমানকে (৩২) কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় প্রধান আসামি নুরুজ্জামানকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-১। মঙ্গলবার (০৯ জুলাই) রাতে রাজধানীর শাহবাগ থানার মৎস্য ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (১০ জুলাই) র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার প্রধান আসামি নুরুজ্জামান শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নের জিওসী (বিন্দুবাড়ী উত্তরপাড়া) গ্রামের নূরুল ইসলামের ছেলে। ঘটনার পর সে দীর্ঘদিন যাবত আত্নগোপনে ছিল। বুধবার (১০ জুলাই) দুপুরে শ্রীপুর থানা পুলিশ তাকে আদালতে পাঠায়।
ভিকটিম প্রবাসী মিজানুর রহমান (৩২) একই গ্রামের আব্দুল বাতেনের ছেলে। তাকে হামলার তিন মাস আগে সে ছুটিতে বাড়ীতে আসে।
গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম জানান, গত ১১ জুন রাত ১০টায় জিওসী মোড়ের জলিলের দোকান থেকে চা-পান করে বাড়ি ফিরছিলেন মিজানুর রহমান। বাড়ির আধা কিলোমিটার দূরে নুরুজ্জামানসহ তার ৪/৫ জন সহযোগী তার মাথা, পিঠ ও ঘাড়সহ শরীরের একাধিক স্থানে কুপিয়ে সড়কের পাশে ফেলে রেখে। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা করলে ও র্যাব পোড়াবাড়ী ক্যাম্পে আবেদন করলে আসামী গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে র্যাব। তথ্য প্রযুক্তির মাধ্যামে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে র র্যাব-১০ এর সহযোগীতায় রাজধানীর শাহবাগ থানার মৎস্য ভবনের সামনে থেকে প্রধান আসামী নুরুজ্জামানকে গ্রেফতার করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তার কাছে আসামীকে হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান জানান, রাতেই আসামীকে শ্রীপুর থানায় নিয়ে আসা হয়েছে। বুধবার (১০ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, নূরুজ্জামান ফেসবুকে আপত্তিকর একটি ভিডিও দেখতে পান। সেটি নিজের স্ত্রীর বলে সন্দেহ করেন। ওই ভিডিও মিজানুর ছড়িয়ে দিয়েছে বলে এলাকার কেউ তাকে মিথ্যা তথ্য দেয়। এতে মিজানুরের ওপর ক্ষুব্ধ হয়ে দেশে আসলে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার দিন রাত ১০টায় তাকে কুপিয়ে সড়কের পাশে ফেলে রাখেন নূরুজ্জামান ও তার সহযোগীরা। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর সে বাড়িতে মুমুর্ষ অবস্থায় দিন পার করছে।
এসকে