কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া মদিনা মসজিদ সড়ক এলাকায় প্রায় আধা কিলোমিটার সড়কে বৃষ্টির পানি জমেছে। এতে তীব্র জনদুর্ভোগ দেখা দিয়েছে নগরবাসীর মাঝে। সড়কের পাশের দোকান ও বাড়িতে পানি উঠেছে।
শুক্রবার(১২ জুলাই) দুপুর ১২টা ২৫ মিনিটের সময় নগরীর নজরুল এভিনিউ এলাকা ঘুরে এ দৃশ্য দেখা যায়। বিষয়টি নিয়ে ক্ষোভ দেখা গেছে ওই এলাকার বাসিন্দাদের মাঝে।
স্থানীয় সবুজ নামের এক বাসিন্দা বলেন, একটু বৃষ্টি হলেই জনবহুল এই সড়কে পানি জমে যায়। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এবিষয়ে ব্যবস্থা নিচ্ছে না।
রিকশাচালক মফিজুল বলেন, বৃষ্টির সময় রিকশা নিয়েও এই রাস্তা দিয়ে যাওয়া কষ্টকর। বর্ষার সময় এটি নিত্যদিন দেখা যায়।
কুমিল্লা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া জানান, দুপুর ১২টা ৪০ মিনিট থেকে কুমিল্লায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। জেলাজুড়ে বিভিন্ন উপজেলায় বৃষ্টি হয়েছে। টানা আড়াই ঘণ্টায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মঞ্জুর কাদের মনি বলেন, প্রচুর বৃষ্টি হওয়াতে পানি জমেছে। আধাঘণ্টা পরে হয়তো আর পানি থাকবেনা।
এএন