Top

গাইবান্ধায় আ’লীগ অফিসে অগ্নিসংযোগ

১৭ জুলাই, ২০২৪ ৫:১০ অপরাহ্ণ
গাইবান্ধায় আ’লীগ অফিসে অগ্নিসংযোগ
গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধায় কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ করে শহরের ট্রাফিক মোড় ৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। পরে তারা রেলপথ অবরুদ্ধ করে রেল চলাচল বন্ধ করে দেয়। বিক্ষোভকারীরা এক পর্যায়ে জেলা আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। তারা সেখানে ৭টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুজ্জামান রিংকু, পৌর মেয়র মতলুবর রহমান, সাবেক মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, প্যালেন মেয়র কামাল আহমেদসহ পৌর আাওয়ামী লীগের সভাপতি মৃদুল মোস্তাফি ঝন্টু আহত হয়।

আহতদের গাইবান্ধা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পরে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিসের লোকজন এসে ভস্মিভুত মোটরসাইকেলে আগুন নেভায়। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা বিএনপি অফিস ভাঙ্গচুর করে ।

এসকে

শেয়ার