Top

কোটা সংস্কারের প্রজ্ঞাপন আজ

২৪ জুলাই, ২০২৪ ১২:৫০ অপরাহ্ণ
কোটা সংস্কারের প্রজ্ঞাপন আজ

আপিল বিভাগের রায়ের আলোকে আজ সরকারি চাকরিতে কোটার প্রজ্ঞাপন জারি হবে। বুধবার (২৪ জুলাই) দুপুরে কারফিউ শিথিলের সময় হবে এ বিষয়ক ব্রিফিং। এতে থাকবেন আইন, জনপ্রশাসন, শিক্ষা মন্ত্রী এবং তথ্য প্রতিমন্ত্রী।

মঙ্গলবার (২৩ জুলাই) রাতে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানান, প্রজ্ঞাপনে আপিল বিভাগ যে রায় দিয়েছেন, সেটি পুরোপুরি অনুসরণ করা হচ্ছে।

তিনি আরও জানান, ৯ম থেকে ২০তম গ্রেডের নিয়োগ হবে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে। বাকি ৭ শতাংশ কোটার জন্য নির্ধারিত। যার মধ্যে, মুক্তিযোদ্ধা-শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্য পাঁচ ভাগ, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক ভাগ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য এক ভাগ কোটা রাখা হয়েছে।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় প্রজ্ঞাপনে অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এম জি

শেয়ার