Top

কোটা আন্দোলনে নিহতদের স্মরণে গাইবান্ধায় শোক র‍্যালি

২৭ জুলাই, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ
কোটা আন্দোলনে নিহতদের স্মরণে গাইবান্ধায় শোক র‍্যালি
গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধায় আজ শনিবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত নিহতদের স্মরণে শোক র‍্যালি ও সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে গাইবান্ধা রেলগেট এলাকা থেকে গণতান্ত্রিক বাম জোট ও সাম্যবাদী আন্দোলনের আয়োজনে শোক র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে ডিবি রোডে এসে সমাবেশ করে ।

বক্তারা বলেন ,কোটা আন্দোলন নিয়ে সারাদেশের ছাত্রসমাজ সহ সকল শ্রেণির মানুষ আন্দোলনে ফুঁসে উঠেছিলো। এই যৌক্তিক আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে এবং কোটা আন্দোলনকে দমিয়ে রাখতে সরকার মরিয়া হয়ে ওঠে। কোটা বাতিলের দাবিতে সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লাখ লাখ ছাত্র সমাজ দলমত নির্বিশেষে রাজপথে নামে। তারা সরকারের বেঁধে দেওয়া কোটা বাতিলের দাবিতে রাজপথ দখলে নেয়। কিন্তু এই সরকারের পুলিশ বাহিনী সহ অন্যান্য বাহিনী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে দমিয়ে রাখতে ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালায়।

বক্তারা আরো বলেন, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আবু সাইদ সহ দেশের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। আহত হন হাজার হাজার শিক্ষার্থী। বাম গণতান্ত্রিক জোট ,সরকারের ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বিভিন্ন স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ ,নিহত ও আহতদের চিকিৎসা ও ক্ষতি পুরন সহ হত্যাকারী পুলিশ বাহিনীর সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

এসময় বক্তব্য রাখেন গণতান্ত্রিক বাম জোটের আহ্বায়ক রেবতি বর্মন,কমরেড আহসানুল হাবীব সাঈদ ,সিপিরিবর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল,কমরেড নিলুফার ইয়াসমীন শিল্পী ,গোলাম মোস্তফা সহ অন্যরা।

এম পি

শেয়ার