Top
সর্বশেষ

সুন্দরগঞ্জে নৌকা উল্টে ৩ শ্রমিক নিখোঁজ

২৮ জুলাই, ২০২৪ ১:৩২ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে নৌকা উল্টে ৩ শ্রমিক নিখোঁজ
গাইবান্ধা প্রতিনিধি :

নিখোঁজের ২০ ঘন্টা পরেও গাইবান্ধার সুন্দরগঞ্জের নিখোঁজ তিন শ্রমিকের মরদেহ খুঁজে পায়নি ফায়ার সাভিসের ডুবুরি দল। আজ রোববার আবারও সকাল ৭ টা থেকে লাশের সন্ধানে ডুবুরিরা কাজ শুরু করছেন।

শনিবার বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্চে তিস্তা নদীর ভাঙ্গন প্রতিরোধের কাজ করতে গিয়ে সিমেন্টের ব্লক ভর্তি নৌকা উল্টে আতোয়ার , রাজু ও রশিদ নামের তিন শ্রমিক নিখোঁজ হয়ে যায়। ব্লকের নিচে চাপা পড়ে আহত হয়েছে ১১ জন । আহতদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো: তরিকুল ইসলাম জানান নিখোঁজ তিনজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরী দল কাজ করছে।

গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক জানান,সুন্দরগঞ্জের শ্রীপুরে তিস্তা নদীর ভাঙ্গন প্রতিরোধে ব্নক ফেলানোর কাজ চলছিলো। এতে অন্তত ৩০ জন শ্রমিকরা নৌকা বোঝাই করে ব্লক তুলে এনে ভাঙ্গন স্থলে ফেলার কাজে নিয়োজিত ছিলেন। কর্মরত অবস্থায় সুন্দরগঞ্জের তিস্তা নদীর ভাঙ্গন স্থলে গতকাল বিকেলে হঠাৎ করে ব্লক বোঝাই নৌকাটি নদীতে উল্টে যায়। এতে এই দুর্ঘটনা ঘটে।

এসকে

শেয়ার