পুলিশি বাধার মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আজ গাইবান্ধায় শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও ২ ঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।
সকাল ১১ টার দিকে শিক্ষার্থীরা গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় জড়ো হয়।
পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাসষ্ঠান্ড পর্যন্ত এলাকায় সড়ক প্রদক্ষিণ করে। পরে তাদের সাথে যোগ দেয় শিক্ষার্থীদের অভিভাবক ও আইনজীবীরা।
শিক্ষার্থীরা বাসস্ট্যান্ড এলাকায় ডিভাইডার চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন আইনজীবী ও কোটা বিরোধী শিক্ষার্থীরা ।
পরে বিক্ষোভকারীরা শহরের দিকে আসতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে।সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। তারা বলেন কোটা আন্দোলনকারীদের উপর হামলা ,মামলা ও লাঠিপেটা,টিয়ারসেল নিক্ষেপ এবং প্রকাশ্যে গুলি করে হত্যা করে ছাত্রদের আন্দোলন দমিয়ে রাখা যাবেনা।
এসকে