Top

সরকারের পদত্যাগের দাবিতে গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির মিছিল

০৩ আগস্ট, ২০২৪ ২:১৪ অপরাহ্ণ
সরকারের পদত্যাগের দাবিতে গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির মিছিল
গাইবান্ধা প্রতিনিধি :

কোটা সংস্কার আন্দোলনে সকল হত্যাকাণ্ডের বিচার, হত্যার দায় ও ধ্বংসযজ্ঞ ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা কমিটি।

শনিবার (৩ আগষ্ট) দুপুরে শহরের রেল গেইট থেকে শুরু হয়ে মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রেল গেইটে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহ-সাধারণ সম্পাদক এ্যাড মুরাদ জামান রব্বানী, সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল্লাহ আদিল নান্নু, গোলাম রব্বানী মুসা, তপন কুমার বর্মন, সুপ্রিয়া ঘোষ, মিতা হাসান, জাহাঙ্গীর আলম, জেলা কমিটির সদস্য এমদাদুল হক মিলন, সংগঠক আমিনুল ইসলাম পিপুল, ওয়ারেছ সরকার প্রমুখ।

এসকে

শেয়ার