Top

ছাত্র-জনতার শক্তিতে মানুষের মুক্তি অর্জিত হয়েছে: মঈন খান

০৯ আগস্ট, ২০২৪ ৬:১৭ অপরাহ্ণ
ছাত্র-জনতার শক্তিতে মানুষের মুক্তি অর্জিত হয়েছে: মঈন খান
নরসিংদী প্রতিনিধি :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, স্বৈরাচারী আওয়ামী লীগের দূর্বিসহ শাসনের বিরুদ্ধে ছাত্র- জনতার শক্তিতেই বাংলাদেশের মাটিও মানুষের মুক্তি অর্জিত হয়েছে। স্বৈরাচারী সরকারের পত ঘটনানোর মধ্যদিয়ে ছাত্ররা বাংলাদেশ কুতুব মুক্তির পাশাপাশি মাটি ও মানুষের অধিকার ফিরে এসেছে।

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে নরসিংদীর ঘোড়াশালে স্বৈরাচারী সরকারের পতনে শান্তি মিছিল ও শোডাউনে উপস্থিত থেকে এসব কথা বলেন ড. আব্দুল মঈন খান। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেয় শোভাযাত্রায়। মোটরসাইকেল ও গাড়ী বহরটি ঘোড়াশাল থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চরনগরদীস্থ বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

নতুন প্রজন্মকে ঠান্ডা মাথায় এগিয়ে চলার আহব্বান জানিয়ে তিনি আরো বলেন, নিয়ম-নীতি এবং শৃঙ্খলার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে। অচিরেই বাংলাদেশে একটি সুষ্ঠু-সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিরা দেশ পরিচালনা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সিংক: ড. আব্দুল মঈন খান, স্থায়ী কমিটির সদস্য, বিএনপি।

এসকে

শেয়ার