Top

গাইবান্ধায় পুরোদমে শুরু হয়েছে পুলিশি কার্যক্রম

১২ আগস্ট, ২০২৪ ৩:৫৫ অপরাহ্ণ
গাইবান্ধায় পুরোদমে শুরু হয়েছে পুলিশি কার্যক্রম
গাইবান্ধা প্রতিনিধি :

আট দিন বন্ধ থাকার পর আজ থেকে গাইবান্ধায় পুরোদমে শুরু হয়েছে পুলিশী কার্যক্রম। সরকারি আহ্বানের পর গাইবান্ধা জেলার সাতটি থানায় এবং ট্রাফিক পুলিশের সকল কার্যক্রম সোমবার সকাল থেকে শুরু করা হয়েছে।

এ বিষয়ে আজ সকালে গাইবান্ধা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন সদর থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলায় পুলিশের সকল কার্যক্রম পুরোদমে শুরুর ঘোষণা দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার ইবনে মিজান, আব্দুল্লাহ আল মামুন এবং সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানাসহ অন্যান্নরা।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরো বলেন পুলিশ সবসময় জনগনের পাশেই ছিল এবং আগামিতেও থাকবে। তবে গত ৫ তারিখের থেকে দেশে ঘটে যাওয়া ঘটনায় পুলিশের উপর যে হামলা চালানো হয় এবং থানা গুলোতে যে ভাঙ্গচুর চালানো হয় তার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি পুলিশি কার্যক্রম বন্ধ থাকাকালিন যদি কোন ধর্তব্য অপরাধ হয়ে থাকে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আশ্বস দেন।

এসকে

শেয়ার