Top

মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের রাজশাহী সফর

১১ মার্চ, ২০২১ ৮:১০ অপরাহ্ণ
মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের রাজশাহী সফর
বগুড়া প্রতিনিধি :

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং প্রতিরক্ষা দপ্তরের সহযোগিতায় আমেরিকান কর্নারে একটি সেমিনারে যোগদান করতে দুই দিনের সফরে রাজশাহী এসেছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। এছাড়াও তিনি রাজশাহীর পুলিশ কমিশনার এবং সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) তারা এই সৌজন্য সাক্ষাৎ করেন।

পরে নগর ভবনের সামনে উপস্থিত সাংবাদিকদের সাথে সফরের উদ্যেশ্য নিয়ে কথা বলেন। রাষ্ট্রদূত বিশেষভাবে উৎসাহ প্রদান করে বলেন, আরো বেশি সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পড়াশুনায় সহযোগিতা প্রদান করা হবে। এছাড়াও তিনি নগর উন্নয়ণ এবং বিনিয়োগের বিষয় নিয়েও যুক্তরাষ্ট্রের মনোভাব তুলে ধরেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের সাথে সাক্ষাৎকালে তার সাথেও এসব বিষয় নিয়ে কথা বলেন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

শেয়ার