Top

গাইবান্ধায় বাস-অটোভ্যান সংঘর্ষ, নিহত ২

২৮ আগস্ট, ২০২৪ ১:২৩ অপরাহ্ণ
গাইবান্ধায় বাস-অটোভ্যান সংঘর্ষ, নিহত ২
গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহাসড়কে যাত্রীবাহী বাস ও ব্যাটারী চালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ২ যাত্রী নিহত হয়।

বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে পলাশবাড়ীর রংপুর-ঢাকা মহাসড়কের ঢোলভাঙ্গার মাঝিপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, ওইসময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা জান্নাত পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ঢোলভাঙ্গার মাঝিপাড়া নামক স্থানে পৌঁছালে অপর একটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পাচঁ যাত্রী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে দুইজনের মৃত্যু হয়।

এ বিষয়ে পলশাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালানো হয়ছে। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানতে পারিনি ।

এম পি

শেয়ার