Top

শ্রীপুরে জেনফার ফার্মাসিউটিক্যালস বাংলাদেশ লিমিটেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ

৩১ আগস্ট, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ
শ্রীপুরে জেনফার ফার্মাসিউটিক্যালস বাংলাদেশ লিমিটেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে জেনফার ফার্মাসিউটিক্যালস বাংলাদেশ লিমিটেড কারখানার শ্রমিকেরা মানব সম্পদ বিভাগের সহকারী মহা ব্যবস্থাপকের (এজিএম) পদত্যাগসহ ১৩ দফা দাবিতে ওই কারখানার শ্রমিকেরা কর্মবিরতি, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে। শনিবার (৩১ আগস্ট) উপজেলার নয়নপুর এলাকার ওই কারখানার শ্রমিকেরা সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত তারা এসব কর্মসূচি পালন করে।

বিক্ষোভকারী আন্দেলনকারী শ্রমিক শাকিল, মেহেদুল, এনায়েত এবং নূরুজ্জামান জানান, কারখানাটি সরকার ঘোষিত শ্রম আইন মেনে চলে না। মানব সম্পদ বিভাগের সহকারী মহা ব্যবস্থাপকের (এজিএম) আজিজুল্লাহ আবেদ দীর্ঘদিন যাবত শ্রমিকদের সাথে দুর্ব্যবহার, গালিগালাজ, খাবারের মান খারাপ এবং বেতন বৈষম্য করে আসছেন। তারা দীর্ঘদিন যাবত এসব দাবী কর্তৃপক্ষের কাছে জানালেও তাদের দাবী মেনে নেওয়ার আশ^াস দিয়ে আসছে। প্রায় এক বছর যাবত আমরা আমাদের যৌক্তিক দাবী জানিয়ে আসলেও কারখানা কতৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। উল্টো আমাদের সাথে মিথ্যা আশ^াস দিয়ে প্রতারণা করছে।

তাদের ১৩ দফা দাবিগুলো হলো শ্রমিকদের ন্যূনতম বেতন ২০ হাজার ৫০০ টাকা করতে হবে, বেতনের সাথে পুরাতন শ্রমিকদের বেতন বৃদ্ধি করা, নতুন অস্থায়ী শ্রমিকদের ০৬ মাসের মধ্যে স্থায়ীকরণ, অণ্যান্য অস্থায়ী শ্রমিকদেরকে ১৫ দিনের মধ্যে স্থায়ী করণ, যৌক্তিক দাবী আদায়কারীদের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে চাকরি থেকে ছাঁটাই বা বহির করা যাবে না এবং ও কোন প্রকার হয়রানি করা যাবে না, সাপ্তাহিক ছুটি দুই দিন পূর্ণবহাল করতে হবে, নাইট এলাউন্স ৩০০ টাকা করতে হবে, সকল শ্রমিকদের হাজিরা বোনাস ১০০০ টাকা নিশ্চিত করতে হবে, জমাকৃত ছুটির টাকা ১০০% বেতন অনুযায়ী পরিশোধ করতে হবে, সর্বনিম্ন ২০% হারে বাৎসরিক বেতন বৃদ্ধি করতে হবে, স্থায়ী নারী শ্রমিকদের সাথে সামঞ্জস্য রেখে অস্থায়ী নারী শ্রমিকদের মাতৃকালীন ৬ মাস ছুটি ও বেতন ভাতা প্রদান করতে হবে, শ্রমিকদের সরাসরি গোপন ব্যালটে ভোটের মাধ্যমে শ্রমিক ইউনিয়ন গঠন করতে হবে, প্রত্যেক স্থায়ী শ্রমিকদের ২০ বছর পূর্ণ হলে কারখানার পক্ষ থেকে কর্তৃপক্ষের খরচে হজ্বে পাঠাতে হবে, কর্মরত অবস্থায় কোন শ্রমিক আহত হলে পূর্ণ সুস্থ হওয়ার পর্যন্ত চিকিৎসার সকল খরচ বহন করতে হবে, সকল অস্থায়ী শ্রমিকদের মেডিকেল ছুটি নিশ্চিত করতে হবে।

আন্দোলনরত শ্রমিকেরা আরো জানায় তারা সকাল ৭ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত (০৫ ঘন্টা) এসব দাবীতে কারখানার প্রধান ফটকের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিল। পরে কারখানা কোয়ালিটি বিভাগের মহা ব্যবস্থাপক (জিএম) দুলাল আমাদের দাবী কর্তৃপক্ষ মেনে নেওয়ার আশ^াস দিয়ে দুপুর ১২ টায় ভিতরে নিয়ে যায়। পরেদুই ঘন্টা বসিয়ে রেখে দাবী মেনে নেয়ার বিষয়ে আমাদের সাথে কোনো কথা বলেনি। পরে আমরা দুপুর ২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় অবস্থান নিয়ে আমরা ১৩ দফা দাবীতে বিক্ষোভ করতে থাকি। পরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে কর্তৃপক্ষের সাথে আলোচনার কথা বললে অমার মহাসড়ক থেকে অবরোধ তুলে নেই।

কোয়ালিটি বিভাগের মহা ব্যবস্থাপক (জিএম) দুলাল জানান, শ্রমিকদের সাথে আলোচনা করেছি। মালিকপক্ষের প্রতিনিধি আসলে আলোচচনা করে তাদের দাবীর বিষয়টি সিন্ধান্ত নেয়া হবে। শ্রমিকদের দাবিগুলো মেনে নেয়ার জন্য মুঠোফোনে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি।

গাজীপুর শিল্প পুলিশের ইনচার্জ আব্দুল লতিফ জানান, শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। থ কারখানা কর্তৃপক্ষকে তাদের দাবীর বিষয়ে দ্রæত সমাধান করার জন্য অনুরোধ করছি।

এম পি

শেয়ার