Top

শ্রীপুরে স্বপ্না বেগমের সঞ্চয়ের ২ লাখ টাকা উদ্ধার

০৩ সেপ্টেম্বর, ২০২৪ ৫:১৫ অপরাহ্ণ
শ্রীপুরে স্বপ্না বেগমের সঞ্চয়ের ২ লাখ টাকা উদ্ধার
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক স্বপ্না বেগমের উদ্ধারকৃত ২ লাখ টাকা হাতে পেয়ে আনন্দে কেঁদেছেন। স্বপ্না বেগম গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর গ্রামের কামাল মিয়ার স্ত্রী। ওই টাকা উদ্ধার করেছেন স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে শ্রীপুর উপজেলা ডাকঘরের পোস্ট মাস্টার ফাইজুদ্দীনের কাছ থেকে সঞ্চয়পত্রের বিপরীতে জমানো ওই টাকা উদ্ধার করা হয়।

ভুক্তভোগী পোশাক শ্রমিক স্বপ্না বেগম জানান, শ্রীপুর উপজেলা ডাকঘরে তিনি নিজের পারিশ্রমিকের টাকা বিভিন্ন সময় সঞ্চয়পত্রের মাধ্যমে জমা করতেন। নির্দিষ্ট মেয়াদে ওই সঞ্চয়পত্রের বিপরীতে লভ্যাংশ উত্তোলন করতেন। সবশেষ ২ লাখ টাকার বিপরীতে চলতি বছরের জুন মাসের শেষের দিকে লভ্যাংশ দেওয়া হলেও মূল টাকা ২ লাখ না দিয়ে সাদা কাগজে স্বাক্ষর রেখে দেন। ডাকঘরে এবং ডাকঘরের ব্যাংক হিসাবে টাকা নেই বলে পরবর্তীতে সাক্ষাতের কথা বলে তাকে বিদায় করে দেন।

তিনি কয়েকদিন পর টাকা নিতে আসলে স্বাক্ষর করা সাদা কাগজে কিছু লেখা দেখিয়ে “টাকা তুলে নিয়ে গেছেন” বলে জানিয়ে দেন। এ কথা শোনেই ওই পোশাক শ্রমিক পোস্ট মাস্টারের সামনেই কান্নায় ভেঙ্গে পড়েন। এরপর বেশ কয়েকবার থানায় গিয়ে সমাধান পাননি।

তিনি আরও জানান, গত ২১ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরকে বিষয়টি অবহিত করেন। তারা এটি জানতে গেলে পোস্ট মাস্টারের সাথে ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে সঞ্চয়ের ২ লাখ টাকা ফেরত দেওয়ার কথা বললে তাৎক্ষণিক সামাধান হয়। কিন্তু পরবর্তীতে যোগাযোগ করলে পোস্ট মাস্টার তা দিতে আবার অস্বীকৃতি জানায়। পরে ২ সেপ্টেম্বর শ্রীপুর থানার সামনে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মিছিল দেখে তাদেরকে বিষয়টি অবহিত করেন। তারা পোস্ট মাস্টারের কাছে গেলে তাদের সামনেই পোস্ট মাস্টার সঞ্চয়পত্রের ২ লাখ টাকা বের করে দেন। ওই টাকা পোশাক শ্রমিকের কাছে তুলে দিলে তিনি আনন্দে কেঁদে ফেলেন।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শ্রাবন, সারা, সৌমিক, আরাফাত, মিলন, শান্ত, প্রান্ত, নাবিদ, আরিফ, মেরাজ, জিতুসহ তাদের অন্য সহপাঠীরা। তারা জানায়, এ কাজটি তাদের না হলেও মানবিক কারণে পোশাক শ্রমিকের প্রতি সহযোগিতার হাত বাড়ানো হয়েছে।

শ্রীপুর উপজেলা ডাকঘরের পোস্ট মাস্টার ফাইজুদ্দীনরক একাধিকবার ফোন দিলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এম পি

শেয়ার