গাজীপুরের শ্রীপুরে আর কে সিরামিক কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ করছে। এসময় মহাসড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার তীব্র যানজট সৃষ্টি হয়।
বুধবার (০৪ সেপ্টেম্বর) শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় কারখানার সামনে সকাল ৬টা থেকে বেলা ১১ টা পর্যন্ত ৫ ঘণ্টা শ্রমিকেরা মহাসড়কে শান্তিপূর্ণ বিক্ষোভ করে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে শ্রমিকদেরকে দাবি নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধানের প্রস্তাব দিলে তারা মহাসড়ক থেকে সরে যায়।
শ্রমিকদের দাবিগুলো হলো কারখানার নিয়মনীতির পরিবর্তন ও সংশোধন নোটিশের মাধ্যমে করতে হবে, প্রতি বছরের ফেব্রুায়ারি মাসে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মানসম্মত বেতন বৃদ্ধি নিশ্চিত করতে হবে, চলতি বছরের বেতন বৃদ্ধি আজকের (০৪ সেপ্টেম্বর) মধ্যে নিশ্চিত করতে হবে, কারখানার অভ্যন্তরে শ্রমিক থেকে ম্যানেজমেন্ট স্টাফ পর্যন্ত সকল ভারতীয়দেরকে অপসারণ করতে হবে, জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত এরিয়া বিল দিতে হবে, দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনে জড়িত শ্রমিকদের হাজিরা নিশ্চিত করতে হবে, নতুন এবং পুরাতন বেতন কাঠামো সঠিকভাবে প্রণয়ন করতে হবে, সিভিল কর্মীদের সর্বনিম্ন ৫০০ টাকা হাজিরা দিতে হবে, হাজিরা বোনাস ১৫০০ টাকা করতে হবে, আন্দোলনের পরে কর্মস্থলে যোগদানের পর কোন কর্মীকে অযথা হয়রানি, বহিষ্কার ও চাকুরিচ্যুত করা যাবে না। হয়রানি, বহিষ্কার ও চাকুরিচ্যুত করলে পুনরায় শ্রমিকেরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে করতে বাধ্য হবে।
আন্দোলনরত শ্রমিকেরা জানায় জানুয়ারি মাসে বাৎসরিক বেতন বৃদ্ধি করলেও ওই বেতন না দিয়ে পূর্বের গেজেট অনুযায়ী বেতন পরিশোধ করেছে। ইনক্রিমেন্ট আকারে বেতন পরিশোধের দাবি জানান তারা।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক রাহয়ান মিয়া জানান, আর এ কে সিরামিক কারখানার শ্রমিকেরা ৯ দফা দাবিতে সকাল ৬টা থেকে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। বেলা সাড়ে ১১ টার দিকে শ্রমিকেরা মহাসড়ক থেকে সড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
এসব বিষয়ে আর কে সিরামিকস কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চেষ্টা করলে এ বিষয়ে তারা কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।
এম পি