Top

কাশিমপুর কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

০৯ সেপ্টেম্বর, ২০২৪ ৩:০১ অপরাহ্ণ
কাশিমপুর কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
গাজীপুর প্রতিনিধি :

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি লুকিমুদ্দি ওরফে লোকমানকে (৫৪) গ্রেফতার করছে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। তাঁর কয়েদি নং ৪৮১৭।

সোমাবরা (০৯ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে জিএমপির বাসন থানার কড্ডা এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।

পলাতক আসামি লুকিমুদ্দি ওরফে লোকমান টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাড়রা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম জানান, গত ০৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভিতরে কারাবন্দিরা কারাগারে কর্মরত কারারক্ষীদের জিম্মি করে। পরে দুপুরে শতাব্দি কারাবন্দি ভবনের লকআপ গেইট ভাঙচুর করে পশ্চিম দিক দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার লুৎফর রহমান বাদী হয়ে জিএমপির কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। র‌্যাব-১ বিষয়টি আমলে নিয়ে ছায়াতদন্ত শুরু করে। পরে গোপন সূত্রে খবর পেয়ে বাসন থানার কড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

এম পি

শেয়ার