Top
সর্বশেষ

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান

১৪ সেপ্টেম্বর, ২০২৪ ৫:১১ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

শনিবার (১৪সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাব হলরুমে আন্দোলনে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের মাঝে নগদ অর্থ উপহার প্রদান করা হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর শাখার উদ্যোগে নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী এডভোকেট আতিকুর রহমান।

ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা এস ইউ এম রুহুল আমিন ভূইয়া, এডভোকেট মহসীন কবির মুরাদ, সহ-সভাপতি আবুল খায়ের মিয়া, শহর সভাপতি এডভোকেট মনজুরুল আলম মিরন।

জেলা সাধারন সম্পাদক মাষ্টার মমিনুল হকের সঞ্চালনায় এছাড়া উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা সভাপতি ডাঃ আনোয়ার হোসেন, সদর উপজেলা সাধারন সম্পাদক মাওলানা নাছির উদ্দিন, লক্ষ্মীপুর শহর সহ সাধারন সম্পাদক এডভোকেট এমরান হোসেন পরান, শরীফ হোসেন শ্যামল, গুলিতে আহত শ্রমিক মুরাদ হোসেন, ঢাকায় নিহত রিপন এর মা সুফিয়া বেগম, শ্রমিক নেতা মেজবাহ উদ্দিন মানিক প্রমুখ।

প্রধান অতিথি এডভোকেট আতিকুর রহমান বলেন, বিগত পতিত সরকার প্রশাসন কে শতভাগ দলীয়করণ করেছে, প্রশাসনের রন্দ্রে রন্দ্রে দালালরা এখনো অধিষ্ঠিত আছে।

হাজার হাজার শহীদ আর আহত ছাত্র জনতার জীবন এবং রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে আমরা নস্যাৎ করতে দেব না। আগামী দিনে যে সংস্কার হবে সেখানে দেশের সাড়ে সাত কোটি শ্রমিকদের স্বার্থ চিন্তা করতে হবে। শ্রমিকের স্বার্থ উপেক্ষা করে দেশ জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

বিএইচ

শেয়ার