লক্ষ্মীপুর সদর উপজেলার ৫নং পার্বতীনগর ইউনিয়নের খিলবাইছা এলাকায় কালভার্ট ভেঙ্গে পানি চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে খিলবাইছা ও মাছিমনগর গ্রামের প্রায় ৫’শ পরিবার পানি বন্দি হয়ে রয়েছেন।
জানা যায়, চলমান বন্যায় অনেক এলাকার পানি নামলেও এখনো লক্ষ্মীপুরের বেশ কয়েকটি এলাকার মানুষ পানিবন্দি হয়ে রয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে পানি নামার ব্যবস্থা না থাকায়। এদিকে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের খিলবাইছা ও মাছিমনগর গ্রামের পানি লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের নিচ দিয়ে পাশ্ববর্তী কোরালিয়া খালে পড়ে। লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের খিলবাইছা এলাকার দুটি কালভার্ট গাড়ির চাপে ভেঙ্গে যাওয়ায় পানি প্রবাহ বন্ধ যায়। এতে দীর্ঘ ২মাস ধরে রাস্তার পূর্ব পাশের প্রায় ৫’শ পরিবার পানিবন্দি হয়ে রয়েছে। দ্রুত এর নিরসন চায় স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, বন্যার সময় এ রোড দিয়ে অতিরিক্ত যানবাহন চলাচল করায় কালভার্ট দুটি ভেঙে যায়৷ যার ফলে যান চলাচল স্বাভাবিক রাখতে সড়ক বিভাগ কালভার্ট দুটি পাথর ও ইট দিয়ে ভরাট করে। এতে পূর্ব অংশের পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে খিলবাইছা ও মাছিমনগরের ৫’শ পরিবার পানিবন্দি হয়ে পড়ে। এছাড়া ভেসে যায় মাছের খামার, ফসলাদি। আগামীতে ফসল করা যাবে কিনা তা নিয়েও সন্ধিহান। তাই দ্রুত কালভার্ট দুটি সংস্কারের দাবি তাদের।
এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, আমি লোক পাঠিয়ে খবর নিচ্ছি। কালভার্ট সংস্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।
বিএইচ