গাইবান্ধায় ১২ শতক জমির দখল নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এসময় বড় ভাইয়ের দা-এর কোপে ছোট ভাই আব্দুল মমিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভগবানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ছেলে সায়েল মিয়া বাদী হয়ে ৫ জনকে আসামী করে আজ শনিবার সকালে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, ভগবানপুরের বাসিন্দা আলম উদ্দিনের দুই ছেলে আব্দুল মমিন ও আনারুল প্রধান। তাদের বাড়ি ভিটা ১২ শতক জায়গা নিয়ে শুক্রুবার বিকেলে দুজনের মধ্যে কথাকাটাকাটি ও মারামারি হয়। এক পর্যায়ে বড় ভাইয়ের কিলঘুষি ও দা-এর কোপে ছোট ভাই আব্দুল মমিন মিয়া গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় শুক্রবার রাতে পলাশবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হলে আজ শনিবার ভোরে মমিন মিয়ার মৃত্যু হয়।
বিএইচ