Top

একযোগে গাইবান্ধার সাত থানার ওসিকে বদলি

৩০ সেপ্টেম্বর, ২০২৪ ৩:০৩ অপরাহ্ণ
একযোগে গাইবান্ধার সাত থানার ওসিকে বদলি
জেল‍া প্রতিনিধি :

গাইবান্ধার সাত থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলির নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয় সূত্রে বিষয়টি জানা গেছে।

এর আগে, পুলিশ হেডকোয়ার্টারের এক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে আগামী ২ নভেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃত নতুন কর্মস্থলে যোগ দেওয়া নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানাকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। সুন্দরগঞ্জ থানার ওসি মাহবুব আলম, পলাশবাড়ী থানার ওসি কে এম আজমিরুজ্জামান ও ফুলছড়ি থানার ওসি রাজিফুজ্জামান বসুনিয়াকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

এছাড়া, সাদুল্লাপুর থানার ওসি শফিকুল ইসলাম-১ কে পিবিআই এবং গোবিন্দগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান ও সাঘাটা থানার ওসি শফিকুল ইসলাম-২ কে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।

বিএইচ

শেয়ার