Top

গাজীপুরে এলপি গ্যাসের ট্যাংকার বিস্ফোরণ, দগ্ধ ৩

৩০ সেপ্টেম্বর, ২০২৪ ৪:৩৬ অপরাহ্ণ
গাজীপুরে এলপি গ্যাসের ট্যাংকার বিস্ফোরণ, দগ্ধ ৩
জেল‍া প্রতিনিধি :

গাজীপুরে একটি এলপি গ্যাসের ট্যাংকার মেরামতের সময় বিস্ফোরণে তিন নারী দগ্ধ হয়েছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর উপজেলার ভাওয়াল রাজাবাড়ি দেওয়ানি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের শামসুল হকের স্ত্রী হালিমা, একই এলাকার এমদাদুল হকের স্ত্রী হেলেনা ও হাবিবের স্ত্রী রিতা।

স্থানীয় এবং পরিবার সূত্রে জানা যায়, গত রোববার থেকে একটি এলপি গ্যাসের ট্যাংকার ভাওয়াল রাজাবাড়ি বাজারের দেওয়ানি বাড়ির সামনে রাখা ছিল। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গাড়ি লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছিল।

এ সময় কোম্পানির লোকদের বললেও তারা ব্যবস্থা নেননি। পরে হঠাৎ ট্যাংকারে বিস্ফোরণ ঘটলে পাশের বাসায় থাকা নারীরা দগ্ধ হন।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি বিভাগের চিকিৎসক রুচি বলেন, দগ্ধ অবস্থায় তিন নারীকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে হালিমাকে ঢাকায় পাঠানো হয়েছে।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. আবু সাঈদ সজীব বলেন, হাসপাতালে ভর্তি তিনজনের মধ্যে হালিমার শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য দুজনের ১০ শতাংশ পুড়ে যাওয়ায় তাদের নারী সার্জারি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিএইচ

শেয়ার