ঢাকা কলেজ প্রতিনিধি: ২৪-এর বিপ্লবের পর রাজধানীর ঢাকা কলেজের ছাত্ররা ছাত্রাবাসে উঠলেও দেখা মেলেনি তেমন কোন সংস্কার। নিম্নমানের খাবার , মাত্রা অতিরিক্ত মশার কামড় , অপরিষ্কার ওয়াশরুম , আবাসন সংকটসহ নানাবিধ সমস্যায় জর্জরিত ছাত্রাবাস গুলো।
এসব সমস্যা নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে ছাত্রাবাসে থাকা সাধারণ শিক্ষার্থীদের। সমস্যা নিয়ে বিভিন্ন সময় কলেজ প্রশাসনকে জানানো হলেও দেখা যায়নি তেমন কোনো কার্যকরী পদক্ষেপ। এমনকি সমস্যা নিয়ে ছাত্রাবাস কর্তৃপক্ষকে জানানো হলেও শিক্ষার্থীদের কথা আমলে না নেওয়ার অভিযোগ রয়েছে ছাত্রাবাস কর্তৃপক্ষের বিরুদ্ধে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, অপরিচ্ছন্ন ওয়াশরুম, গ্রন্থাগারে পড়ার পরিবেশের অভাব, স্যাঁতস্যাঁতে রুম, সিলিং খসেপড়া কক্ষ, ভাঙ্গা জানালা, ছাদ থেকে রুমের মধ্যে বৃষ্টির পানি পড়া, যেখানে সেখানে ময়লা আবর্জনা পড়ে থাকা, বৈদ্যুতিক ফ্যান সংকট এবং আবাসন সংকটসহ নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে আবাসিক শিক্ষার্থীদের পড়ালেখার উপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানান তারা।
শিক্ষার্থীরা বলেন, ছাত্রাবাসের এসব সমস্যা ছাড়াও প্রধান আরেকটি সমস্যা হলো আবাসন সংকট। কলেজটিতে প্রায় ১৬ হাজারেরও বেশি শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র ৮ টি ছাত্রাবাস । এসব ছাত্রাবাসগুলোতে আনুমানিক ২ হাজার আসন রয়েছে। এর মধ্যে ইন্টারনেট মিডিয়েট শিক্ষার্থীদের জন্য একটি হল ও তিনটি হলের তৃতীয় তলা বরাদ্দ রয়েছে। আর অনার্সে অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য রয়েছে মাত্র ৯ শত সিট। যা মোট শিক্ষার্থীর মাত্র ৮
শতাংশ। প্রয়োজনের তুলনায় এটা খুবই নগণ্য ।
এ বিষয়ে জানতে চাইলে আখতারুজ্জামান ইলিয়াস ছাত্রাবাসের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম জাহিদ বলেন, আবাসিক ছাত্রাবাসে আমরা নানাবিধ সমস্যায় দিন পার করছি। চাহিদার তুলনায় ছাত্রাবাসে সিট কম রয়েছে। যার কারণে ছোট একটি সিটে দুইজন থাকতে হচ্ছে। এছাড়া ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ছাত্রাবাসের বিল্ডিং, ছাদের সিলিং খসে পড়ছে, যেখানে সেখানে ময়লা জমে হয়ে গেছে স্তুপ এবং সেখান থেকেই তৈরি হচ্ছে মশার উৎপাত, নেই পর্যাপ্ত ফিল্টারের ব্যবস্থা। নিম্নমানের ডাইনিং ও ক্যান্টিনের খাবার, মশার আধিপত্য, ওয়াশরুম ব্যবহারের অনুপযোগী। এসব সমস্যা নিয়ে ছাত্রাবাস কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না।
দক্ষিণ ছাত্রাবাসের শিক্ষার্থী কামরুল জানান, ছাত্রাবাসগুলোতে রয়েছে নিরাপত্তার অভাব। ছাত্রাবাস থেকে অ্যান্ড্রয়েড ফোন চুরি হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তাদের। এছাড়াও ওয়াশরুম গুলো অপরিষ্কার থাকার কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। কিছু কিছু রুমে বৈদ্যুতিক বাতি এবং পাখার কোন ব্যবস্থা নেই।
এ সম্পর্কে কর্তৃপক্ষের উদাসীনতা রয়েছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়াও ছাত্রাবাসগুলোতে কিছুদিন যাবৎ রাজনৈতিক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।
সমস্যার সমাধান সম্পর্কে কলেজটির শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল হক বলেন, অবিলম্বে আমরা পরিচ্ছন্ন কর্মী দ্বারা সকল ময়লা-আবর্জনা পরিষ্কার করাবো, আমরা জানি ক্যাম্পাসে পর্যাপ্ত ডাস্টবিনের অভাব আছে, অতি দ্রুতই ডাস্টবিন গুলো ক্রয় করে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার মাধ্যমে ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে এবং আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলে নিয়মিত স্প্রে করার মাধ্যমে মশা দমন করব। তিনি আরো বলেন, আমরা ছাত্রাবাস কর্তৃপক্ষের সাথে বসে শিক্ষার্থীদের যাবতীয় সমস্যা সমাধানের চেষ্টা করবো।
আখতারুজ্জামান ইলিয়াস ছাত্রাবাসের প্রভোস্ট মাহমুদুল হাসান বলেন, শিক্ষার্থীরা ছাত্রাবাসে যে সমস্যাগুলোর মধ্যে রয়েছে, আমরা সেটা উপলব্ধি করতে পারছি। দীর্ঘদিন ধরে ছাত্রাবাস গুলো বন্ধ থাকায় আমরা লক্ষ্য করেছি বেশ কিছু ময়লা জমা হয়ে গিয়েছে তবে আমরা ময়লা পরিষ্কার অভিযানের জন্য পরিচ্ছন্ন কর্মীদের বলে দিয়েছি তারা দ্রুতই ছাত্রাবাস গুলোর পরিষ্কার কার্যক্রম সম্পন্ন করবে।
ওয়াশরুম পরিষ্কারের জন্য যেই উপকরণ লাগবে সেগুলো আমি ক্রয় করে দিয়েছি পরিচ্ছন্ন কর্মীকে। তারা দ্রুতই ওয়াশরুমগুলো পরিষ্কার করে ব্যবহারের উপযোগী করে তুলবে। তিনি আরো বলেন, ছাত্রাবাসের বিল্ডিংয়ের ঝুঁকিপূর্ণতা রোধ করার জন্য আমরা দক্ষ ইঞ্জিনিয়ারের মাধ্যমে বিল্ডিংটি রিপিয়ারিং করার জন্য কথা বলেছি, আশা করি কাজটি খুব দ্রুতই শুরু হয়ে যাবে। সবশেষে আমরা ছাত্রাবাসগুলোকে স্বয়ংসম্পূর্ণ করে ছাত্রদের ব্যবহারের উপযোগী হিসেবে গড়ে তুলতে চাই এটাই আমাদের প্রত্যাশা।
দক্ষিণ ছাত্রাবাসের শিক্ষার্থীরা নানাবিধ সংকট সমস্যায় ভোগান্তিতে আছে বলে জানান। বেশ কিছুদিন ধরে তাদের দাবি দাওয়া তুলে ধরার পরেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন । সবশেষে গতকাল রাত্রে (সোমবার) দক্ষিণ ছাত্রাবাসের সাধারণ শিক্ষার্থীরা, তাদের সমস্যাগুলো সমাধানের জন্য হল প্রভোস্ট অধ্যাপক আনোয়ার মাহমুদকে লিখিতভাবে দেন। এবং শিক্ষার্থীরা বলেন, আমাদের এই সমস্যা ৪৮ ঘন্টার ভিতরে সমাধান করতে না পারলে আপনি পদত্যাগ করবেন।
এনজে