Top

আইডিআরএ বিমা গ্রাহক ও দাবি পরিশোধের তথ্য চায়

১৯ মার্চ, ২০২১ ৬:২৪ অপরাহ্ণ

দেশের সকল লাইফ বিমা কোম্পানির গ্রাহক সংখ্যা বৃদ্ধি এবং দাবি পরিশোধের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আগামী ৪ এপ্রিলের মধ্যে ২০২০-২১ অর্থ বছরের তৃতীয় ত্রৈমাসিকের এই তথ্য পাঠাতে হবে।

গত বৃহস্পতিবার (১৮ মার্চ) এ সংক্রান্ত একটি চিঠি সরকারি বেসরকারি লাইফ বিমা কোম্পানিগুলোকে পাঠিয়েছে বিমাখাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

চিঠিতে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রেগুলেটরি অথরিটি সংশ্লিষ্ট ২০২০-২১ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর অর্জন পরিবীক্ষণ সংক্রান্ত প্রতিবেদন ত্রৈমাসিক ভিত্তিতে প্রস্তুত করতে হবে।

এমতাবস্থায় নির্ধারিত ছক মোতাবেক তৃতীয় ত্রৈমাসিকের (১ জানুয়ারি ২০২১ থেকে ৩১ মার্চ ২০২১) তথ্য নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে।

শেয়ার