Top

বিভিন্ন দাবীতে খানটেক্স ফ্যাশন কারখানার শ্রমিকদের বিক্ষোভ

১৮ নভেম্বর, ২০২৪ ১১:৩৬ পূর্বাহ্ণ
বিভিন্ন দাবীতে খানটেক্স ফ্যাশন কারখানার শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে কেএফ এল গ্রুপের খানটেক্স ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা অক্টোবর মাসের বকেয়া বেতনসহ বিভিন্ন দাবীতে কাজ বন্ধ করে কারখানা অভ্যন্তরে বিক্ষোভ করছে। সকাল ৮টায় তারা কারখানার প্রধান ফটকে প্রবেশ করে অ্যাসেম্বলী পয়েন্টে অবস্থান নেয়। পরে উৎপাদন ফ্লোরে প্রবেশ না করে সেখানেই বিক্ষোভ করতে থাকে।

সোমবার (১৮ নভেম্ববর) শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা বাজারের পশ্চিমে কারখানায় শ্রমিকেরা বেতন ভাতাসহ অন্যান্য বকেয়ার দাবীতে গত দুইদিন যাবত কারখানা অভ্যন্তরে আন্দোলন করে আসছে।

বিক্ষোভকারী শ্রমিক নয়নতারা, মৌসুমি, অহাম্মদ, বিপুল, মাজহারুলসহ অন্যরা জানান, প্রতি মাসের সপ্তম কর্মদিবসে বেতন দেওয়ার নিয়ম থাকলেও কারখানা কর্তৃপক্ষ অনিয়মিতভাবে ভেঙ্গে ভেঙ্গে বেতন দিচ্ছে। প্রতি মাসেই ২০ তারেখরে পর আমাদের বেতন দেয়। এর মধ্যে শ্রমিকদের বেতন দিলেও সুপারভাইজার, ডিস্ট্রিবিউটর, মার্কারম্যানদের বেতন অর্ধেক অর্ধেক দিয়ে থাকে। লাইনচীফ, ইনচার্জ এবং ম্যানেজারদের বেতন গত দুই মাস যাবত বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ প্রতি মাসেই বেতন দেওয়ার তারিখ দিয়ে আমাদের সাথে প্রতারণা করে আসছে।  পারিবারিক জরুরী সমস্যার কারণে একদিন বা দুইদিন ছুটি চাইলে ছুটি দেয় না, তখন অনুপস্থিত হলে বিনা করণে তাৎক্ষনিক চাকুরিচ্যুতি করে। কোন ধরনের শ্রম আইন না মনে কারখানা মালিক শ্রমিকদের চাকুরিচ্যুতি করে। তাছাড়া গত কয়েক বছরস যাবত অর্জিত ছুটি, টিফিন বিল, হাজিরা বোনাস, ইনসেনটিভ বোনাস, দেয় না। স্টাফদেরকে গত দুই ঈদে অর্ধেক ঈদ বোনাস দিচ্ছে। এ নিয়েও তাদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে দীর্ঘদিন যাবত।

শিল্প পুলিশের ইন্সপেক্টর আব্দুল লতিফ জানান, খানটেক্স ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা দুইদিন যাবত কারখানা অভ্যন্তরে বিক্ষোভ করছে। সোমবার সকালে তারা কাজে যোগদান না করে অ্যসেম্বলী পয়েন্টে অবস্থান নিয়ে আন্দোলন করছে। কারখানায় শিল্প ও থানা পুলিশ অবস্থান করছে।

খানটেক্স ফ্যাশন লিমিটেড কারখানার সহকারী মহা ব্যবস্থাপক (এজিএম) হুমায়ুন কবির  জানান, বৃহস্পতিবার  (১৪ নভেম্ববর) আমরা কিছু শ্রমিকদের বেতন দিয়ে দিয়েছি। যারা আছে তাদেরকে বলছি আগামী বৃহস্পতিবার  (২১ নভেম্ববর) দিব। কিন্তু তারা এটা না মেনে আন্দোলন করতেছে। ব্যাংক থেকে টাকা দিচ্ছে না, টাকা তুলতে পারতেছি না। এজন্য বেতন দিতে পারতেছি না। বুঝতে পারছেন বর্তমানে দেশের প্রেক্ষাপট পরিস্থিতি। স্টাফদের দুই তিন মাসের বেতন বকেয়ার কথা জিজ্ঞেস করলে তিনি বলেন স্টাফদের বেতন ক্লিয়ার করা হয়েছে, কোন বকেয়া নেই।

এনজে

শেয়ার