Top
সর্বশেষ

জাবিতে শিক্ষার্থী নিহতের ঘটনায় কর্মকর্তাকে বহিষ্কার ও শোক দিবস ঘোষণা

২০ নভেম্বর, ২০২৪ ৯:৫৯ পূর্বাহ্ণ
জাবিতে শিক্ষার্থী নিহতের ঘটনায় কর্মকর্তাকে বহিষ্কার ও শোক দিবস ঘোষণা

খায়রুল ইসলাম, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রিকশা দুর্ঘটনায় শিক্ষার্থী আফসানা করিমের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে প্রশাসন তাৎক্ষণিক শাস্তিমূলক ও সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করেছে।

বিশ্ববিদ্যালয়ের একটি অফিস আদেশে জানানো হয়, এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার (এস্টেট-১) আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার স্থলে পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার মোহাম্মদ আবুল কাশেমকে সাময়িকভাবে এস্টেট অফিসের দায়িত্ব দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ বুধবার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে এক দিনের শোক দিবস পালন করা হবে এবং এ উপলক্ষে সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, “আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছি। আজকের দিনটিকে শোক দিবস হিসেবে পালন করা হবে। পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও শৃঙ্খলা আনতে উদ্যোগ নেওয়া হয়েছে।”

এ ঘটনার পর ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন আরও পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে। শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাসের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের দাবি জানাচ্ছে।

শেয়ার