গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বালাধর উত্তর পাড়া মসজিদের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপ মুসল্লীদের মধ্যে সংঘর্ষে শহিদুল ইসলাম নামের এক মুসল্লী নিহত হয়েছে। এ ঘটনায় ৩ মুসল্লীকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (২৯ নভেম্বর) জুম্মার নামাজের পর ওই মসজিদের কমিটি গঠন শেষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,আজ শুক্রবার জুম্মার নামাজের পর ওই মসজিদের কমিটি গঠন করা হয়। কমিটি কমিটির নাম ঘোষনার সাথে সাথে এক দল মুসল্লী এই নতুন কমিটি মেনে নিতে রাজীনয় বলে প্রতিবাদ জানায়। এ সময় অপর গ্রুপের সাথে দুই গ্রুপের মধ্যে হাতা হাতি ও সংঘর্ষ শুরু হয়।এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে দেশিয় অস্ত্র ও লাঠি দিয়ে মারামারারি শুরু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় মুসল্লী শহিদুল ইসলামকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল গফুর, শাকিল আহম্মদ, সাফিউল আহাদ সোহাগকে গ্রেফতার করে।
গোাবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, গ্রেফতার কৃতদেও বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এম জি