Top

লক্ষ্মীপুরে হলি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

৩০ নভেম্বর, ২০২৪ ৫:৪৩ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে হলি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের হলি ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯নভেম্বর) সকালে শহরের হলি গালর্স স্কুলে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১১’শ শিক্ষার্থী অংশ নেয়।

সরেজমিনে গিয়ে দেখা যায় উৎসব মুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বাহিরে ভীড় করছেন অভিভাবকরা। এমন আয়োজন খুশি তারা।

অভিভাবকরা বলেন, সরকারিভাবে কোন বোর্ড পরীক্ষা না থাকায় বেসরকারি এ বৃত্তি পরীক্ষাই শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের অন্যতম মাধ্যম। এতে শিক্ষার্থীদের পরীক্ষা ভীতি দূর হয় এবং প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়। বেসরকারি এ বৃত্তি গুলো অব্যাহত থাকুক।

হলি গালর্স স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম সুমন বলেন, ২০১৭সাল থেকে হলি ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে। এ বছর ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১’শ শিক্ষার্থী অংশ গ্রহন করেছে। এ বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা যাচাই করতে পারছে। আগামী ২০ডিসেম্বর এ বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।

এনজে

শেয়ার