স্কাউটিং এর কাবিং শাখা অর্থাৎ প্রাথমিক পর্যায়ের সর্বোচ্চ পদক বা অর্জন হচ্ছে শাপলা কাব অ্যাওয়ার্ড। এটি একজন শিক্ষার্থীর জীবনের অনেক বড় অর্জন। এই অ্যাওয়ার্ড অর্জনের জন্য উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত, ব্যবহারিক ও সাক্ষাতকারে উর্ত্তীণ হয়ে চূড়ান্ত পর্যায়ে মনোনীতদের শাপলা কাব অ্যাওয়ার্ড প্রদান করা হয়। উক্ত অ্যাওয়ার্ড দেশের মাননীয় প্রধানমন্ত্রী/ প্রধান উপদেষ্টা প্রদান করে থাকেন। সারা বাংলাদেশ থেকে ৬৭৬ জন উক্ত অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে।
সাফিয়া যশোরের ঝিকরগাছার কৃষ্ণনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উক্ত অ্যাওয়ার্ড অর্জন করেছে। শিক্ষক পিতা মো: মকলেছুর রহমান ও মাতা রাজিয়া সুলতানার অক্লান্ত পরিশ্রম, অনুপ্রেরণা আর শিক্ষকগণের সহায়তায় উক্ত অ্যাওয়ার্ড অর্জন করে সাফিয়া। উল্লেখ্য, ২০১২ সালে তার ভাই জুবায়ের বিন মকলেছ যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে সর্বপ্রথম শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে। ভাইয়ের দিক নির্দেশনায় সাফিয়া উক্ত অ্যাওয়ার্ড অর্জন করায় আনন্দ ও উচ্ছাস প্রকাশ করেছে।
এনজে