Top

কুমিল্লায় দুই অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩

০৭ ডিসেম্বর, ২০২৪ ৩:২১ অপরাহ্ণ
কুমিল্লায় দুই অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩
জেলা প্রতিনিধি :

কুমিল্লার মুরাদনগর থানার দৌলতপুর এলাকায় সিএনজিচিলিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাহানারা বেগম (৪৫) ও জিয়ানা (১০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ ৩ জন আহত হয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কুমিল্লার মুরাদনগর থানার দৌলতপুর হাইওয়ে দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

এদিন দুপুর দেড়টার দিকে আহত অবস্থায় তাদের পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতরা হলেন- তানভী (৪), আয়েশা (১০) ও শাহিন (৫৪)।

আহত অটোরিকশা চালক শাহিন বলেন, সকাল ১০টার দিকে কুমিল্লার মুরাদনগর থানার দৌলতপুর হাইওয়ে দিয়ে যাওয়ার সময় আরেকটি অটোরিকশার সঙ্গে আমার অটোরিকশার মুখোমুখি সংষর্ঘ হয়। এতে আমার অটোরিকশার সবাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আমাদের সবাইকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এরপর উন্নত চিকিৎসার জন্য আমাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, কুমিল্লা থেকে নারী-শিশুসহ আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে নারী শিশুসহ দুইজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। আহত তিনজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

বিএইচ

শেয়ার