Top

গাইবান্ধায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চেক বিতরণ

০৯ ডিসেম্বর, ২০২৪ ৭:৪০ অপরাহ্ণ
গাইবান্ধায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চেক বিতরণ
গাইবান্ধা প্রতিনিধি :

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এককালিন অনুদান, শিক্ষা বৃত্তি, জটিল ও সাধারণ রোগীর চিকিৎসার জন্য ৬১ জনের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে পিকে বিশ্বাস রোডস্থ সমিতি কার্যালয়ে অনুদানের চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ করেন প্রধান অতিথি গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা চেয়ারম্যান আজাদ মো: আবু রায়হান মন্ডল,সাধারণ সমপাদক মো: আব্দুর রাজ্জাক মিয়া,কোষাধ্যক্ষ মো: খায়রুজ্জামান দুদুসহ সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের সদস্য এবং তাদের সন্তানদের জন্য কেন্দ্রীয় সংগঠন থেকে প্রাপ্ত এককালিন অনুদান, শিক্ষা বৃত্তি, জটিল ও সাধারণ রোগীর চিকিৎসার জন্য ৬১ জনের মধ্যে মোট ৬ লাখ ৪৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এম জি

শেয়ার