কৃষকের ক্রয়কৃত জমিতে যেতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। গত ছয় মাস আগে কৃষক রুহুল আমিন ৮ শতক কৃষি জমি ক্রয় করেন। এ জমিতে এখন না যেতে এক শ্রেণীর মানুষ বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর সোনাইছড়ি এলাকার কৃষক রুহুল আমিন এ অভিযোগ করেন।
জানা যায়, গত ৬ মাস আগে শাহপুর প্রকাশ সোনাইছড়ি এলাকার মৃত শরাফত আলীর ছেলে ফিরোজ আহমেদের কাছ থেকে ৮ শতক জমি কিনেন তিনি। এ জমির সকল কাগজপত্র কমপ্লিট থাকা সত্ত্বেও বাধা দেয়া হচ্ছে। যিনি জমিটি বিক্রি করেছে তিনি এ জায়গার বিষয়ে কোন অভিযোগ দিচ্ছে না। ওনি জমি দখলে যেতে সহায়তা করছে। তবে ওনার ছেলে রাসেল জায়গা দখলে বাধা দেয়।
কৃষক রুহুল আমিন বলেন, রাসেল শুধু আমাকে একা বাধা দেয়না, তার বাবাকে মারবে ও হত্যা করবে বলেও সে হুমকি দিয়ে যাচ্ছে। এমনকি এ জমির বিষয়ে এলাকার যে সহযোগিতা করতে আসে তাদেরকেও গালমন্দ ও হুমকি দেয়। আমি আমার জমিতে চাষাবাদ করে খাইতে চাই। এ জমির বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ও কুমিল্লার প্রশাসনের সহযোগিতা চাই।
এম জি