কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রি করায় পৃথক পৃথক অভিযানে জেল ও ৬ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান হয়েছে। এছাড়া কয়েকজন আসামীকে বিভিন্ন মেয়াদে জেল প্রদান করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে পৃথকভাবে অভিযানের বিষয়গুলো নিশ্চিত করেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ।
জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পূর্ব ইউনিয়নের গোয়ালগাও নামক স্থানে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রয়ের কারণে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ২ জন অপরাধীকে ১৫ দিনের জেল এবং ১ লক্ষ করে মোট ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পৃথক আরেকটি অভিযানে উপজেলার বারপাড়া ইউনিয়নের মোহাম্মদপুর নামক স্থানে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রয়ের কারণে ১ জন অপরাধীকে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের জেল প্রদান করা হয়।
পৃথক আরেকটি অভিযানে উপজেলার বারপাড়া ইউনিয়নের পিপুলিয়া নামক স্থানে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রয়ের কারণে ১ জন অপরাধীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পৃথক আরেকটি অভিযানে উপজেলার বিজয়পুর ইউনিয়নের চৌধুরীখোলা নামক স্থানে অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার কারণে ১ জন অপরাধীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানের বিষয়ে সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব সৈয়দ রেফাঈ আবিদ বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সকল অপরাধীদের অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় জনস্বার্থে মোবাইল কোর্টের এসব অভিযান অব্যাহত থাকবে।
বিএইচ