যুক্তরাষ্ট্রকে যুদ্ধ-আসক্ত দেশ বলে কটাক্ষ করেছে চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বৈশ্বিক নিরাপত্তার জন্য ওয়াশিংটন সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ চীনের প্রতিরক্ষা নীতিকে বিকৃত করে বিশ্বের সামনে উপস্থাপন করেছে বলেও অভিযোগ করেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তাইওয়ানের সার্বভৌমত্ব ইস্যুতে যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা চরম আকার ধারণ করেছে। সবশেষ তাইওয়ানকে বাইডেন প্রশাসনের ৫৭ কোটি ডলার সামরিক সহায়তার অনুমোদন নিয়ে এই উত্তেজনার পারদ আরো বাড়িয়ে দিয়েছে। এ নিয়ে ওয়াশিংটনের তীব্র সমালোচনা করেছে চীন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ঝ্যাং জিয়াওগাং বলেন, চীনের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো পক্ষের হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেয়া হবে না। একইসঙ্গে মার্কিন প্রতিরক্ষা বিভাগের বিরুদ্ধে চীনের সামরিক শক্তি ও প্রতিরক্ষা নীতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের অভিযোগ করেন তিনি।
সম্প্রতি পেন্টাগন চীনের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ১৮২ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদনে বেইজিং এর সামরিক বাজেট, দুর্নীতি, পররাষ্ট্রনীতি নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়। এসব কার্যকলাপের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র কেবল নিজের সামরিক সক্ষমতা উন্নয়নের জন্য অজুহাত খুঁজছেন বলে অভিযোগ চীনের।
জিয়াওগাং বলেন, চীন শান্তিপূর্ণ উন্নয়নে বিশ্বাসী এবং পরাশক্তি হিসেবে আন্তর্জাতিক দায়িত্ব পালন করে থাকে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র একতরফা আধিপত্য বজায় রাখতে সামরিক শক্তির ব্যবহারের পাশাপাশি বিভিন্ন দেশে দেশে সরকার পতনের বিপ্লব উসকে দিচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, ইরাক,আফগানিস্তান ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কারণেই হাজার হাজার বেসামরিক নাগরিক মারা গেছে।
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন পারমাণবিক আগ্রাসন নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, চীন পারমাণবিক অস্ত্র ব্যবহারে আন্তর্জাতিক নীতি মেনে চললেও যুক্তরাষ্ট্র তা মেনে চলছে না। অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের অকাস সাবমেরিন চুক্তি আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতাকে ব্যাহত করছে বলে অভিযোগ করেন তিনি।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি
বিএইচ