Top

গাইবান্ধায় শামীম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার দাবীতে বিক্ষোভ

২৬ ডিসেম্বর, ২০২৪ ৩:৪০ অপরাহ্ণ
গাইবান্ধায় শামীম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার দাবীতে বিক্ষোভ
গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধা সদর উপজেলার উত্তর খোলাহাটি গ্রামের শামীম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ, সড়ক অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । এলাকাবাসীর আয়োজনে ঠাকুরের দীঘি বাজারে ঘন্টব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাইবান্ধা সদর উপজেলার উত্তর খোলাহাটি গ্রামের বাসিন্দা শামীমকে গত ১৯শে ডিসেম্বর ছুরিকাঘাতে প্রতিপক্ষ একই গ্রামের আফজাল হোসেন,তাহসিন,রিংকু সহ কয়েকজন হত্যার চেষ্টা চালায়। গুরুতর আহত অবস্থায় শামীমকে ওইদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর গত মঙ্গলবার রাতে শামীম মারা যায়।

এ ব্যাপারে গত ২১ ডিসেম্বর গাইবান্ধা থানায় আফজাল সহ ৭ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। মামলার কয়েকদিন অতিবাহিত হলেও পুলিশ আসামীদের গ্রেফতার করতে পারেনি । ফলে নিহত শামীমের স্বজন ও গ্রামবাসীরা বিক্ষুদ্ধ হয়ে আজ দুপুরে গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কের ঠাকুরের দীঘি এলাকায় বিক্ষোভ ,অবরোধ ও মানবন্ধন কর্মসুচি পালন করে। পরে পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয়।

এনজে

শেয়ার