Top
সর্বশেষ

কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

২৪ জানুয়ারি, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ
কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কুশলা নেছারিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার হলরুমে জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন।

কোটালীপাড়া জামায়াতে ইসলামীর আমীর ছোলায়মান গাজীর সভাপতিত্বে গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আল মাসুদ খান, কোটালীপাড়া জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সেকেন্দার আলী, সেক্রেটারী মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, কুশলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. মুহিবুল্লাহ ও সমাজসেবক মনিরুজ্জামান খানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এম জি

শেয়ার