চাঁদপুরের শাহরাস্তিতে ৫ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের ম্যারাথন প্রতিযোগিতা।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল আটটায় উপজেলা কমপ্লেক্স মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত।
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে প্রথমবারের মতো উপজেলা প্রশাসনের আয়োজনে নিবন্ধিত ৬ শতাধিক নারী-পুরুষের মধ্যে ৫ শতাধিক প্রতিযোগি এই ম্যারাথনে অংশ নেয়।
উপজেলা প্রশাসন প্রদত্ত টি-শার্ট পরে উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গন থেকে দৌড় শুরু করে মধ্যবর্তী পয়েন্ট আয়নাতলী বাজার হয়ে সূচিপাড়া ব্রিজ সংলগ্ন ওয়াকওয়ের শেষ প্রান্তে গিয়ে ১২ কিলোমিটার দৌড় সম্পন্ন করে।
ম্যারাথন দৌড় প্রতিযোগিতার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বাড়িঘর থেকে স্থানীয় লোকজন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে যায় এবং জনসাধারণ দৌড় প্রতিযোগিতাটি উপভোগ করেন।
প্রতিযোগিতার শৃঙ্খলা রক্ষার্থে থানা পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও স্থানীয় স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করেন।
এতে বিজয়ী ৫০ জন পুরুষ ও ১৫ জন নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে নগদ অর্থ, সম্মাননা স্মারক, মেডেল ও সনদপত্র দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাতের সভাপতিত্বে যৌথ সঞ্চালনায় ছিলেন সহকারী প্রোগ্রামার মো. শাহজাহান ও প্রেসক্লাবের কার্যকরী সদস্য ফয়েজ আহমেদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাকসুদ আলম, প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মেহেদী হাসান মজুমদার, চট্টগ্রামের রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত বলেন, তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ। তারুণ্যের উৎসবের মাধ্যমে পারস্পারিক সৌহার্দ্য সম্প্রীতির পাশাপাশি সু-নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য এ উৎসবের আয়োজন করা হয়েছে।
ম্যারাথনের পর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় প্রতিযোগিরা।
এনজে