Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই ব্যবসায়ী নিহত

২৪ জানুয়ারি, ২০২৫ ৫:০৩ অপরাহ্ণ
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই ব্যবসায়ী নিহত
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১০টায় ঢাকা-রাজশাহী রেললাইনের গাজীপুর মহানগরীর আমবাগ (খোলাপাড়া) এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন হরিণাচালা (হাউজিং) এলাকার হাবিবুর রহমানের ছেলে হাফিজুর রহমান রিপন (৪৫) এবং একই এলাকার সালাহ উদ্দিন সিদ্দিকীর ছেলে মাহমুদুল হাসান চঞ্চল (৩৮)। নিহত রিপন ঝুট ব্যবসা এবং চঞ্চল একটি হাসপাতালে পরিচালনার দায়িত্বে ছিলেন।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাদির উজজ্জামান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, দুই ব্যবসায়ী মোটরসাইকেলযোগে কোনাবাড়ী থেকে কালিয়াকৈরের সাকাশ্বর এলাকায় যাচ্ছিলেন। গাজীপুর মহানগরীর আমবাগ (খোলাপাড়া) এলাকায় ঢাকা-রাজশাহী রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকাগামী চলন্ত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনজে

শেয়ার