‘জ্ঞান বিজ্ঞানে করবো করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী ৪৬ তম বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১ঘটিকায় কালাই সরকারি মহিলা কলেজ মাঠে এই মেলার উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান।
মেলায় মোট ২১টি স্টলে বিভিন্ন স্কুল,কলেজ প্রদশনিতে অংশ গ্রহণ করেন, যেখানে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবন ও প্রকল্প উপস্থাপন করে। শিক্ষার্থীরা মেলায় তাদের বৈজ্ঞানিক আবিষ্কার, প্রযুক্তি বিষয়ক প্রকল্প, উদ্ভাবনী ধারণা এবং গবেষণার ফলাফল প্রদর্শন করার সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন।
মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বৈজ্ঞানিক মডেল, পরিবেশ বান্ধব প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, কৃষি প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি এবং অন্যান্য উদ্ভাবনী প্রকল্প নিয়ে প্রদর্শনী করেন, যা দর্শকদের কাছে বেশ আকর্ষণীয় ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান,সহকারী কমিশনার ভূমি ইফতেখার রহমান, কালাই উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম,কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়,সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ।
এই মেলার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আগ্রহ সৃষ্টি করা এবং তাদের উদ্ভাবনী ধারণাগুলো তুলে ধরা। এছাড়া, তাদের বিজ্ঞান চর্চায় উৎসাহিত করতে এবং ভবিষ্যতে উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে সহায়তা করা।
এনজে