বিনিয়োগকারীদের পুঁজি রক্ষায় আগামী সোমবার মতিঝিলে প্রতিবাদ মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)। সারাদেশের বিনিয়োগকারীদের নিয়ে এই মহাসমাবেশ করা হবে বলে ঘোষণা দিয়েছে সংগঠনটি।
শনিবার (১ ফেব্রুয়ারি) সিএমজেএফ কার্যালয়ে প্রেস কনফারেন্স করে সংগঠনটির নেতারা এই ঘোষণা দেন।
প্রেস কনফারেন্সে বক্তব্য দেন, সংগঠনটির প্রধান মুখপাত্র মো. নূরুল ইসলাম (মানিক), সিনিয়র মুখপাত্র এস এম ইকবাল হোসেন এবং মুখপাত্র মো. ফরিদ আহমেদ।
তাঁরা আগামী সোমবার দুপুর ২টায় ঢাকার মতিঝিলে ডিএসই ভবনের সামনে প্রতিবাদ মহাসমাবেশের ডাক দেন। এতে সারাদেশের বিনিয়োগকারীদের মহাসমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান তাঁরা।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সোমবারের মহাসমাবেশে সারা দেশের বিনিয়োগকারীরা অংশ নেবেন। ওই সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, শেয়ারবাজার বিশ্লেষক মো. ফজলুল বারী এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা মো. দিদারুল আলম ভূঁইয়া।
সংগঠনের প্রধান মুখপাত্র নূরুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবের পূর্বে খারাপ অবস্থায় ছিল দেশের পুঁজিবাজার ও বিনিয়োগকারীরা। কিন্তু দুঃখজনক ঐতিহাসিক জুলাই বিপ্লবের পর পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মধ্যে যে আশার সঞ্চার হয়েছিল সে প্রত্যাশা কার্যত বিএসইসির পদক্ষেপের অভাবে প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ হচ্ছে।
তিনি আরও বলেন, একটি দেশের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হলো পুঁজিবাজার। পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ পদে একজন দক্ষ এবং পুঁজিবাজারের সকল প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক গড়ে তুলে বিনিয়োগ আকর্ষণ করতে পারবেন যিনি এমন যোগ্য ব্যক্তিকে উক্ত পদে বসানো উচিৎ বলে মনে করে সকল বিনিয়োগকারী ও অংশীজন। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, বর্তমান বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ গত সাড়ে ৫ মাসেও প পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পারেননি।
আগামী সোমবার আমরা মহাসমাবেশের ঘোষণা দিয়ে তিনি বলেন, এই সমাবেশে ব্রোকারেজ হাউজের কর্মী ও বিনিয়োগকারীরা যাতে অংশ না নেয়, তার হুমকি দিয়ে বিএসইসি থেকে চিঠি দেওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
সিনিয়র মুখপাত্র এস এম ইকবাল হোসেন বলেন, পুঁজিহারা বিনিয়োগকারীদের পুঁজি ফিরিয়ে আনার জন্য যা করার, যেখানে যাওয়ার- আমরা তাই করবো। তিনি আরও বলেন, ৩ ফেব্রুয়ারি মহাসমাবেশ করার পর পরিস্থিতির উন্নতি না হলে আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবো।
বিএইচ