Top
সর্বশেষ
চলতি হিসাবে উদ্বৃত্ত, কমেছে বাণিজ্য ঘাটতি শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনসহ সবাই খালাস  আইএলওর মানদণ্ডে উন্নীত করতে শ্রম আইনের সংস্কার হচ্ছে: ড. ইউনূস  উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট দুপুরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে আখেরি মোনাজাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘দুর্যোগপূর্ণ’ জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.৯৪ শতাংশ ৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের সাবেক চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ

মাদারীপুর পৌরসভায় ময়লা অপসারণ নিয়ে নাগরিক মতবিনিময় সভা

০৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ণ
মাদারীপুর পৌরসভায় ময়লা অপসারণ নিয়ে নাগরিক মতবিনিময় সভা
মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুর পৌর এলাকায় ময়লা-আবর্জনা অপসারণ ও উদ্ভূত সমস্যার পরিপ্রেক্ষিতে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবা (৪ ফেব্রুয়ারি) পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর পৌর প্রশাসক ও উপসচিব মুহাম্মদ হাবিবুল আলম।

মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা আমীর মাওলানা মোখলেসুর রহমান, নায়েবে আমীর আব্দুর রহিম মোল্লা, মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, জেলা বিএনপির নেতা সোহরাব হোসেন হাওলাদার, সনাক সভাপতি খান মোহাম্মদ শহীদ প্রমুখ

সভায় নাগরিকরা ময়লা অপসারণে দীর্ঘসূত্রিতা, নির্দিষ্ট স্থানগুলোতে আবর্জনা জমে থাকা এবং ব্যবস্থাপনার অভাবসহ নানা সমস্যা তুলে ধরেন। পৌর কর্তৃপক্ষ এসব সমস্যার বাস্তবতা স্বীকার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পরে শহরের পান্তাপাড়া এলাকায় গিয়ে ময়লা অপসারণের স্থান পরিদর্শন করেন। তারা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে যথাযথ আবর্জনা নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা, নাগরিক সমাজের প্রতিনিধিরা, সাংবাদিকবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এনজে

শেয়ার