Top
সর্বশেষ

মতলবে গোলাগুলিতে নিহতের পর মামলা

০৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ
মতলবে গোলাগুলিতে নিহতের পর মামলা
মতলব উত্তর, (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তর-মুন্সীগঞ্জের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে দুজন নিহত হওয়ার ঘটনায় ৫ দিন পর হত্যা মামলা করা হয়েছে।

চাঁদপুরের মতলব উত্তর থানায় ৪ঠা ফেব্রয়ারী মঙ্গলবার রাতে এ মামলাটি করা হয়। মামলার বাদী মুন্সিগঞ্জ সদর উপজেলার নিহত রাসেল ফকিরের মা আনরা বেগম।

মামলার বাদী আনরা বেগম বলেন, গতকাল রাতে কয়েকজন তাঁদের বাড়িতে যান। তিনি তাঁদের চেনেন না। একটি কাগজে সই নিয়েছেন তাঁরা। কাদের আসামি করা হয়েছে, এ বিষয়ে তিনি ও তাঁর স্বামী কিছুই জানেন না।

আনরা আরো বলেন, আমি পড়ালেখা জানি না। আসামি কারা তা কইতে পারি না। যাঁর বিরুদ্ধে আপনার অভিযোগ, তাঁর নামে মামলায় নেই, আপনি বিচার পাবেন কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি আক্ষেপের সঙ্গে বলেন, গরিবরা আবার বিচার পায় নাকি।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ৭টায় চাঁদপুর ও মুন্সীগঞ্জের মেঘনা নদীতে মধ্যবর্তী সীমান্তে কানা জহির ও কিবরিয়া মিজির নেতৃত্বাধীন দুই বালু দস্যু’র দলের মধ্যে সংঘর্ষ হয়। গোলাগুলিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের রিফাত (২৯) ও মুন্সীগঞ্জ সদর উপজেলার ভাষানচরের বাসিন্দা রাসেল (৩২) নিহত হন। এ ঘটনায় আইয়ুব আলী (৩২), গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। সে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছে।

আহত আইয়ুব আলী জানান, ‘‘কিবরিয়া মিজি তার লোকজন মুন্সীগঞ্জ- চাঁদপুরের মোহনপুর সীমানাধীন চর বাংলাবাজার নাছিরার চর পদ্মা নদীতে চাঁদপুর নৌ পুলিশের সহযোগিতায় ২৫ থেকে ২৬টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। স্থানীয়রা বারবার বলেও কোন প্রতিকার পায়নি। এসময় কিবরিয়া মিজির অবৈধ বালু উত্তোলনকালে স্থানীয়রা বাধা দিলে কিবরিয়া মিজিরের সশস্ত্র সদস্য জনি, জসিম দেওয়ান, মিছির বেপারীসহ তিনটি স্প্রিডবোট দিয়ে ধাওয়া করে গুলি শুরু করে। এতে ট্রলার-স্পিডবোটে থাকা রিফাত, রাসেল ও স্পিডবোট চালকসহ আমি গুলিবিদ্ধ হই।’’

আনরা বেগমের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক বলেন, সীমানা জটিলতার কারণে মামলা নিতে চাইনি। সীমানা নির্ধারণের পর আমরা মামলা নিয়েছি। বাদী যেভাবে লিখিত  অভিযোগ দিয়েছে, সেভাবেই  মামলা নিয়েছি। বাদী আমার সামনে এজাহারে সই করেছেন। কে বা কারা মামলা সাজিয়েছে, কাদের আসামি করেছে, এ বিষয়ে বাদীই ভালো জানেন।

এনজে

শেয়ার