কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের উদ্যোগে আবাসিক ও হলে অবস্থানরত শিক্ষার্থীদের অংশগ্রহণে স্পোর্টস উইক-২০২৫ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় এই আয়োজনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান, হাউজ টিউটর ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক এবং বাংলা বিভাগের প্রভাষক গোলাম মাহমুদ পাভেল। এসময় হলের আবাসিক শিক্ষার্থী ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এই আয়োজনের সময়সূচি অনুযায়ী ক্যারম (একক ও দ্বৈত), দাবা, দৌড় প্রতিযোগিতা, লং জাম্প, হাই জাম্প এবং শর্ট পিচ ক্রিকেটসহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নাম নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।
কোষাধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে হলের কার্যক্রমগুলো রয়েছে সেগুলো আমরা গতিশীল করতে চাই। আবাসিক শিক্ষার্থীদের মানসিক বিকাশে পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন। এ কার্যক্রমগুলো যেন পূর্ণতা লাভ করে, সে বিষয়ে প্রশাসন স্বচেষ্ট আছে। আমি আশা করছি শিক্ষার্থীরা কোনো না কোনো ইভেন্টে অবশ্যই অংশগ্রহণ করবে।”
বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মাহমুদুল হাসান খান বলেন, “হলের শিক্ষার্থী ও প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছি। এই উদ্যোগ শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখবে বলে আশা করি। আমরা শুধু খেলাধুলাই নয়, স্টাডি সার্কেল, বিসিএস প্রস্তুতি, উচ্চশিক্ষা সংক্রান্ত সেমিনার ও ওয়ার্কশপের মতো নিয়মিত ইভেন্ট পরিচালনার পরিকল্পনা করছি। শিক্ষার্থীদের সহযোগিতায় এগুলো সফল করতে চাই”।
বিএইচ