Top
সর্বশেষ

যুক্তরাষ্ট্রের পণ্যে চীনের পাল্টা কর কার্যকর হচ্ছে আজ

১০ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:২৪ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের পণ্যে চীনের পাল্টা কর কার্যকর হচ্ছে আজ
আন্তর্জাতিক ডেস্ক :

চীনের আরোপ করা আমেরিকার কিছু পণ্যের ওপর আমদানি কর আজ সোমবার থেকে কার্যকর হতে যাচ্ছে। সব ধরনের চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ১০ শতাংশ করা আরোপের পর গত ৪ ফেব্রুয়ারি বেইজিং এ ঘোষণা দিয়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সব স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে আজ সোমবার পূর্ণ ঘোষণা আসতে পারে।

রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেছেন, তিনি আরও কিছু দেশের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করছেন। তবে কোন কোন দেশ এক্ষেত্রে তার টার্গেট হবে তা সুনির্দিষ্ট করে তিনি বলেননি।

চীন সর্বশেষ কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ওপর ১৫ শতাংশ আমদানি করসহ যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিল। এছাড়া আমেরিকান অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি এবং বড় ইঞ্জিনের গাড়ির ওপর দশ শতাংশ শুল্কও আরোপ করা হয়েছিল।

চীন একই সঙ্গে ২৫ ধরনের বিরল ধাতব পদার্থের ওপর শুল্ক নিয়ন্ত্রণ আরোপ করেছে। এগুলো অনেক ধরনের বৈদ্যুতিক পণ্য ও সামরিক উপকরণের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়।

এনজে

শেয়ার