Top
সর্বশেষ
ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত শেকৃবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী আটক চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার বাসের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: ইসি সানাউল্লাহ

টিকার দ্বিতীয় ডোজ নিলেন ৮১ হাজার মানুষ

০৮ এপ্রিল, ২০২১ ৮:৩৬ অপরাহ্ণ
টিকার দ্বিতীয় ডোজ নিলেন ৮১ হাজার মানুষ

দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ প্রদান কর্মসূচি শুরু হয়েছে। সারাদেশে দ্বিতীয় ডোজ শুরুর প্রথম দিন আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) টিকা নিয়েছেন ৮১ হাজার ৩২৩ জন। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

অধিদফতর জানায়, দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৬০ হাজার ৫২৮ জন এবং নারী ২০ হাজার ৭৯৫ জন। তাদের মধ্যে দুই জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ২৭ হাজার ৯৭০ জন, ময়মনসিংহ বিভাগের চার হাজার ৬৯০ জন, চট্টগ্রাম বিভাগের ১৭ হাজার ৮৯৩ জন, রাজশাহী বিভাগের পাঁচ হাজার ২৭৭ জন, রংপুর বিভাগের সাত হাজার ৯৬৫ জন, খুলনা বিভাগের ৯ হাজার ১০১ জন, বরিশাল বিভাগের তিন হাজার ৩৬০ জন এবং সিলেট বিভাগের আছেন পাঁচ হাজার ৬৭ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে জাতীয়ভাবে শুরু হয় করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি। তাতে অংশ নিয়ে এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৫৫ লাখ ৮৩ হাজার ৫০৭ জন। এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ৬২ হাজার ৫৬৯ জন এবং নারী ২১ লাখ ২০ হাজার ৯৩৮ জন। যাদের ৯৪১ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানিয়েছে অধিদফতর।

অধিদফতর জানায়, আজ বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকার জন্য মোট নিবন্ধন করেছেন ৬৯ লাখ ৯২ হাজার ৭৯০ জন।

শেয়ার