Top
সর্বশেষ

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক ডিএমডির ইন্তেকাল

১৩ এপ্রিল, ২০২১ ৫:০৩ অপরাহ্ণ
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক ডিএমডির ইন্তেকাল

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের সাবেক ডিএমডি ও কোম্পানী সেক্রেটারি ডা. ক্যাপ্টেন মাজহারুল হোসেন (অব.) মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি সন্ধানী লাইফে ১৯৯০ সালের ১ মে থেকে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মরত থেকে অবসর গ্রহণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের পরিবার, পরিচালকমণ্ডলী, সকল কর্মকর্তা ও কর্মচারী গভীরভাবে শোকাহত।

আমরা মরহুমের বিদেহী আত্মার পরম শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

শেয়ার