Top
সর্বশেষ

করোনাভাইরাস: কুমিল্লায় একদিনে শনাক্ত ১০৬, মৃত্যু ৬

১৬ এপ্রিল, ২০২১ ৫:৩২ অপরাহ্ণ
করোনাভাইরাস: কুমিল্লায় একদিনে শনাক্ত ১০৬, মৃত্যু ৬
কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা জেলায় আরও ১০৬ জন করোনা শনাক্ত হয়েছেন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬জন। শুক্রবার (১৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন।

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রমতে, শুক্রবার প্রাপ্ত রিপোর্টির মধ্যে ১০৬জনের করোনা রিপোর্ট পজেটিভ। তা হলো সিটি করপোরেশন এলাকা ৪৯, আদর্শ সদর ৬, সদর দক্ষিণ ২, বুড়িচং ৭, ব্রাহ্মণপাড়া ১, চান্দিনা ৫, চৌদ্দগ্রাম ৩, লাকসাম ১০, বরুড়া ৫, নাঙ্গলকোট ১, দেবিদ্বার ১, দাউদকান্দি ১১, হোমনা ৪, তিতাস ১ জন।

গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় মোট ৬জন মৃত্যু বরণ করেছেন। যাদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী রয়েছে। তারা সিটি করপোরেশন, বুড়িচং, চৌদ্দগ্রাম, দেবিদ্বার, আদর্শ সদর ও চান্দিনা উপজেলার বাসিন্দা।

জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন বলেন, কুমিল্লায় দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সবাইকে আরও সতর্ক থাকতে হবে। আজ (শুক্রবার) পর্যন্ত কুমিল্লায় মোট ১১ হাজার ১৬০ জন করোনা শনাক্ত হয়েছেন। করোনায় মৃত্যু বরণ করেছেন ৩৩৮ জন।

শেয়ার