হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেছেন।
সোমবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে হেফাজতের অন্তত দশ জন শীর্ষ নেতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ধানমন্ডির বাসায় গেছেন বলে জানা গেছে। এতে মামুনুল হকের ভাই বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হকও রয়েছেন।
এসময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, হেফাজতের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকে উপস্থিত রয়েছেন দলটির নায়েবে আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজী, হেফাজত মহাসচিব নূরুল ইসলাম জিহাদী, মামুনুল হকের ভাই মাওলানা মাহফুজুল হক, অধ্যক্ষ মিজানুর রহমান (দেওনার পীর), মাওলানা হাবিবুল্লাহ সিরাজী প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের কঠোর অবস্থানের কারণে কোণঠাসা হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা সমঝোতার চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় তারা গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠক চলাকালে রাত ১০টা ৫০ মিনিটে পুরান ঢাকার সংসদ সদস্য হাজী সেলিমের গাড়ি স্বরাষ্ট্রমন্ত্রী বাসার সামনে এসে থামে। প্রথমে হাজী সেলিম গাড়ি থেকে নেমে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রবেশ করেন। তার পিছু পিছু একই গাড়ি থেকে আরও কয়েকজন হেফাজত নেতা মন্ত্রীর বাসায় প্রবেশ করেন।
বৈঠক শেষে রাত ১১ টা ১৫ মিনিটে বাসা থেকে বের হন হেফাজতের নেতারা।
কী নিয়ে বৈঠক হয়েছে জানতে চাইলে হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম কোনো কথা বলতে রাজি হননি। তিনি বলেন, ‘আমি অসুস্থ।’