Top
সর্বশেষ

চাঁদপুরে মাইজভান্ডার দরবার শরীফের ইফতার সামগ্রী বিতরণ

২১ এপ্রিল, ২০২১ ৬:২২ অপরাহ্ণ
চাঁদপুরে মাইজভান্ডার দরবার শরীফের ইফতার সামগ্রী বিতরণ

নবী বংশের ৩১ তম পবিত্র পাক আওলাদ শাহজাদায়ে গাউসুল আজম সাজ্জাদানশীন ও মুন্তাজেমে দরবার রাহনুমায়ে, শরীয়ত ও ত্বরীকত আলহাজ্জ্ব শাহসুফী মাওলানা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল -হাসানি ওয়াল- হোসাইনী (মাঃ জিঃ আঃ) নির্দেশে প্রবিত্র মাহে রমজান উপলক্ষে সারাদেশব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে মাইজভান্ডার দরবার শরীফের খলিফা মুনির হাসানের নেতৃত্বে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

১৯ এপ্রিল দুপুর ২ ঘটিকায় আনজুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারীয়া ও মইনীয়া যুব ফোরাম চাঁদপুর শাখার যৌথ উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পাটোয়ারী বাড়ি থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। দৈনিক বাণিজ্য প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক রাশেদ শাহরিয়ার পলাশের সার্বিক সহযোগিতায় মইনীয়া যুব ফোরামে সদস্যরা প্রায় শতাধিক পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে এই ইফতার সামগ্রী পৌঁছে দেন। এই সময় উপস্থিত ছিলেন মইনীয়া যুব ফোরাম এর কেন্দ্রীয় আইন বিষয়ক উপ-সম্পাদক মোঃ মাসুদুর রহমান, উপ -সাহিত্য বিষয় সম্পাদক প্রভাষক মোঃ মেহেদী হাসান, সদস্য সাংবাদিক আরিফ, মাইনুল ইসলাম দুলুসহ আরেক অনেক। এই বিষয়ে খলিফায়ে গাউসুল আজম শাহ মুনির হাসান খান বলেন, “প্রিয় নবীজী (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘সেই প্রকৃত মু’মিন, যে মানব সেবায় জড়িত।’ তাই আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি মানুষের সহায়তায় পাশে দাঁড়াতে। আমি আমার মুর্শিদ কেবলা নবী বংশের পাক আওলাদ সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসেনীর নির্দেশে আঞ্জুমান-এ-রাহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের যৌথ উদ্যোগে চাঁদপুরে ইফতার সামগ্রী বিতরণ করি। আমি সকলকে আহবান জানাবো, যার যার অবস্থান থেকে আমাদের অসহায় মুসলিম ভাইদের পাশে দাঁড়ানোর জন্য। কারণ ইসলাম মানুষে মানুষে ভ্রতৃত্ব, সাম্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। আমাদের কোন মুসলিম ভাই-বোনের অভাব-কষ্টের কথা ভুলে গেলে, রোজার প্রকৃত বরকত থেকে আমরা বঞ্চিত হব। আমরা যেন পবিত্র রমজান মাসে মহান আল্লাহ্ ও তার প্রিয় হাবিব (সাঃ) এর পরিপূর্ণ সন্তুষ্টি অর্জন করতে পারি, একটি মানবিক সমাজ গড়ে তুলতে পারি, সেটাই আমাদের লক্ষ্য ও প্রার্থনা।

শেয়ার