Top
সর্বশেষ
জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.৯৪ শতাংশ ৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের সাবেক চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত শেকৃবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী আটক চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার

রাজধানীর আরমানীটোলায় ভবনে অগ্নিকাণ্ড, নিহত ৪

২৩ এপ্রিল, ২০২১ ১০:৫৩ পূর্বাহ্ণ
রাজধানীর আরমানীটোলায় ভবনে অগ্নিকাণ্ড, নিহত ৪

রাজধানীর পুরান ঢাকার আরমানীটোলায় একটি ভবনে অগ্নিকাণ্ডে ৪ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ এপ্রিল) ভোর সোয়া ৩টার দিকে ছয়তলা ভবনটির তৃতীয় তলায় এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট পৌনে ৫টার দিকে নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মাহফুজ রুবেল জানান, ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ অন্তত ১৮ জন। ভবনটির নিচতলায় রাসায়নিকের গুদাম রয়েছে।

স্থানীয়রা জানান, বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলা মাঠের পাশে হাজী মুসা ম্যানশন নামের ওই ভবনে হঠাৎ আগুন লাগে। রাসায়নিকের গুদাম ছাড়াও ছয়তলা ভবনের দুইতলা থেকে ছয়তলায় ১৮ থেকে ১৯টি পরিবার বসবাস করে।

নিহত একজন ওই ভবনের দাড়োয়ান রাসেল মিয়া। আরেকজন হলেন সুরাইয়া বেগম (২২)। তার পরিচয় জানা যায়নি। রাসেলের মৃতদেহ উদ্ধার হয় ঘটনাস্থল থেকে। এছাড়া সুরাইয়াকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আরও দুইজনের নিহতের খবর পাওয়া গেছে তবে এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন সাংবাদিকদের বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এছাড়া ১৫ জনকে আহত অবস্থায় ভবন থেকে উদ্ধার করা হয়েছে। একজন দগ্ধ রয়েছে। ফায়ার সার্ভিসের তিন কর্মীর মধ্যে একজন পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন। আর দুই জন সামান্য আহত হয়েছেন।

শেয়ার